P A Y M E N T B D

Loading

How To Prevent Corona Virus

How-To-Prevent-Corona-Virus

আসুন সবাই মিলে করোনা ভাইরাস প্রতিরোধ করি। যে যার বাসায় অবস্থান করি। খুব জরুরী প্রয়োজন না পরলে বাসা থেকে বের না হই। বাসায় অবস্থান করার সময়ও কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যেমনঃ

১) ঘরে থাকলেও কিছুক্ষণ পর পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ফেলুন।

২) দরজা / জানালার হাতলগুলো জীবাণুনাশক স্প্রে দিয়ে ভালোভাবে পরিস্কার করুন

৩) ঘরের বিভিন্ন সুইচ ধরার সময় টিস্যু ব্যাবহার করুন

৪) যে কোন কাচা বাজার রান্না করার আগে ভালো করে ধুয়ে পরিস্কার করে নিন

৫) কিছুক্ষণ পর পর বিশুদ্ধ পানি পান করুন

৬) হাঁচি / কাশি দেওয়ার পর অথবা বাথরুম ব্যাবহার করার পর জীবানুনাশক / সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ফেলুন