P A Y M E N T B D

Loading

What Can You Do In Corona Lockdown

What-Can-You-Do-In-Corona-Lockdown

"হোম কোয়ারেন্টাইনে যেভাবে সময় কাটাবেন!"

করোনার প্রভাব ঠেকানোর জন্য পুরো বাংলাদেশের মানুষ ই এখন এক প্রকার হোম কোয়ারেন্টাইনে রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অফিস সব কিছুই এখন বিশাল ছুটির মধ্যে পরেছে। হটাৎ এ ছুটিতে বেশীরভাগ মানুষ ই ঘরে থেকে শুধুমাত্র শুয়ে বসে সময় কাটাচ্ছেন। কিন্তু আপনি চাইলেই আপনার এ সময় টাকে সঠিক ভাবে ঘরে বসেই কাজে লাগাতে পারেন।
আর কিভাবে আপনার এই হোম কোয়ারেন্টাইনের সময়টাকে কাজে লাগাবেন আজ সে পয়েন্ট গুলো নিয়েই আলোচনা করবো

১) বেশী বেশী নামাজ পড়তে পারেন। সাথে অর্থ সহ কুরআন / হাদীসও পড়তে পারেন। যারা কুরআন শরীফ পড়তে জানেন না, এই বন্ধে শিখে ফেলেন। আর যারা জানেনঃ পুরো কুরআন শরীফ এক খতম দিয়ে ফেলেন।

২) অনলাইন কোর্সঃ জ্বী, এই সময় কোর্স শব্দটা বিরক্তিকর ঠেকলেও এই লম্বা ছুটিকে কাজে লাগানোর সবচেয়ে উপযোগী মাধ্যম হচ্ছে এই অনলাইন কোর্স।

অনলাইন কোর্স করার জনপ্রিয় কিছু ওয়েবসাইটের লিস্ট দিয়ে দিচ্ছিঃ

1# Udemy.com

2# Lynda.com

৩) অনলাইন থেকে আয়ঃ ফ্রিল্যান্সিং এর এই যুগে সবাই ঘরে বসেই টাকা ইনকাম করছে তাহলে আপনি কেনো পিছিয়ে থাকবেন? আর যেহেতু এখন একটা লম্বা সময় পেয়েই গেছেন তাই আজকে থেকেই শুরু করে দিন। যে কোন ফ্রিল্যান্সিং সাইটে গেলেই দেখবেন বিভিন্ন ক্যাটাগরির কাজ আছে। সেখান থেকে একটা বাছাই করে (আপনার যে বিষয়ে স্কিল আছে) সে বিষয় নিয়ে কাজ শুরু করে দিন। যারা কাজ পারেন না তারা এ বিষয়ে কোর্স শুরু করে দিন। আর কোনকিছু না পারলেও অনলাইনে আর্টিকেল লিখেই কিন্তু প্রচুর টাকা ইনকাম করা যায়। আপনার ইনকাম করা ডলার খুব সহজেই পেমেন্টবিডির মাধ্যমে ক্যাশ করিয়ে নিতে পারবেন। কাজেই এ সময়টা যেভাবেই হোক কাজে লাগান।

ফ্রিল্যান্সিং করার কয়েকটি জনপ্রিয় সাইটঃ

1# fiverr.com

2# upwork.com

3# freelancer.com

৪) বই পড়াঃ বই অনেকটা বন্ধুর মতো। আর এই লম্বা ছুটি কে কাজে লাগানোর জন্য বই পড়া বেশ ভালো একটা মাধ্যম। কর্মব্যস্ততা অথবা একাডেমিক পড়ার চাপে বই পড়ার অভ্যাস আমরা প্রায় ভুলতে বসেছি। আর এই সময়ে বইয়ের সাথে আমাদের পুরোনো সম্পর্ক টা আমরা বেশ ঝালিয়ে নিতে পারি। ঘরে যদি পর্যাপ্ত বই না থাকে তাতেও কোন সমস্যা নেই। ইন্টারনেট থেকে পিডিএফ সংগ্রহ করে নেয়া যায় খুব সহজেই। এছাড়াও অনলাইনে বেশ কিছু সাইট আছে যেখান থেকে পেইড পিডিএফ সংগ্রহ করা যায়। পেমেন্টবিডির মাধ্যমে খুব সহজে ফি জমা দিতে পারবেন এ ধরনের ওয়েবসাইট গুলোতে।

অনলাইন পিডিএফ সাইটঃ

1# sodapdf.com

2# amarbooks.org

3# bdebooks.com

৪। মুভিফ্রিকঃ মুভিখোরদের জন্য এ সময় টা একদম উপযুক্ত সময়। অনেকেই ইতোমধ্যে ঘরে বসে পছন্দের তালিকায় থাকা বিভিন্ন দেশের সিনেমা দেখা শুরু করে দিয়েছেন। আর মুভি দেখার জন্য সবচেয়ে বেশি মানুষ বেছে নিয়েছেন ইউটিউব কে। কিন্তু অনেক মুভি ই ইউটিউবে খুজে পাওয়া যায় না। তাই কেউ কেউ নেটফ্লিক্স অথবা এ্যামাজন প্রাইম ভিডিও এর উপরেই ভরসা রাখছেন। আর যারা কার্ডের জন্য নেটফ্লিক্স অথবা আমাজন প্রাইম ভিডিও এর পেমেন্ট নিয়ে চিন্তিত আছেন তারা পেমেন্টবিডির মাধ্যমে খুব সহজেই ফি জমা দিয়ে সাবক্রিপশন করে মুভি দেখা শুরু করে দিতে পারেন।

মুভি দেখার জনপ্রিয় কয়েকটা সাইটঃ

1# Netflix.com

2# primevideo.com

৫) ধর্মীয় শিক্ষাঃ যারা এ কঠিন সময়টা তে স্রষ্ঠার সাথে সম্পর্ক বৃদ্ধি করতে চাচ্ছেন তাদের জন্য এটা নিঃসন্দেহে একটি উপযুক্ত সময়। এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্য স্রষ্টার কাছে আমাদের বেশি বেশি চাইতে হবে। তাই এ সময়টাতে নিজ নিজ ধর্মের বেশী বেশী চর্চা করতে হবে। এছাড়াও বিশ্বের অনেক জনপ্রিয় ধর্মীয় বক্তার ভিডিও স্পিচ শোনার জন্য অনেকে বিভিন্ন ওয়েবসাইটে পেইড মেম্বারশিপ ও নিচ্ছেন। পেমেন্টবিডির মাধ্যমে এ ধরনের যে কোন ওয়েবসাইটে মেম্বারশিপ ফি ও জমা দিতে পারবেন।

জনপ্রিয় ধর্মীয় ওয়েবসাইটের নামঃ

1# bayyinahtv.com

৬) ভাষা শিক্ষাঃ এই বন্ধে নতুন কোন ভাষা শিখে ফেলতে পারেন। অথবা IELTS / SAT / ACCA প্র্যাকটিস করতে পারেন। ACCA / SAT / IELTS রিলেটেড যেকোন অনলাইন পেমেন্ট এর দরকার পরলে পেমেন্ট বিডির সাহায্য নিতে পারবেন।

৭) গবেষণা / থিসিসঃ আপনি শিক্ষক হয়ে থাকলে অথবা সিনিয়র স্টুডেন্ট হয়ে থাকলে, এই বন্ধে যে কোন বিষয়ে উচ্চতর গবেষণা / থিসিস করতে পারেন। অথবা যেকোন বিষয়ের উপর বই লিখতে পারেন। আপনার গবেষণা / থিসিস যে কোন অনলাইন জার্নাল পাবলিকেশনে পাবলিশ করতে চাইলে পেমেন্ট বিডির সাহায্য নিন। আমরা রেগুলারই বিভিন্ন আর্টিকেল / জার্নাল / থিসিস পাবলিকেশন সাইটে পেমেন্ট করতে পেমেন্ট বিডির সাহায্য নিতে পারবেন।

জনপ্রিয় পাবলিকেশন সাইটঃ

1# IISTE.ORG

2# ijser.org

3# iosrJournals.org

4# imvu.com

5# www.ijcaonline.org - International Journal of Computer Applications

6# ijecm.co.uk - International Journal of Economics, Commerce and Management

7# ijcrr.com - International Journal of Current Research and Review: (IJCRR)

8# ijea.org

9# ijedict.dec.uwi.com